ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনার দুই কোম্পানির কারখানা-অফিস পরিদর্শনের নির্দেশ

  • পোস্ট হয়েছে : ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা গ্রুপের দুই কোম্পানির কারখানা এবং অফিস পরিদর্শনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার (১২ ডিসেম্বর) উভয় এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

কোম্পানি দুইটি হলো : মেঘনা কনডেন্স মিল্ক এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। আগামী সাত কার্যদিবসের মধ্যে কোম্পানি দুটির কারখানা এবং অফিস পরিদর্শনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) যৌথভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ৫৪(১) অনুযায়ী মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্কের কারখানা ও অফিস যৌথভাবে পরিদর্শনের জন্য নির্দেশ দেওয়া হলো। কোম্পানি দুইটি ধারাবাহিকভাবে সিকিউরিটিজ আইন ভঙ্গ করে যাচ্ছে। তাই পরিদর্শন প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি পরামর্শ এ চিঠি জারির সাত কার্যদিবসের মধ্যে বিএসইসিতে জমা দিতে বলা হলো।

মেঘনা কনডেন্স মিল্ক এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২০০১ সালের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। উভয় কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০ শতাংশ আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০ শতাংশ শেয়ার রয়েছে।

বিজনেস আওয়ার/১৪ ডিসেম্বর, ২০২১/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

মেঘনার দুই কোম্পানির কারখানা-অফিস পরিদর্শনের নির্দেশ

পোস্ট হয়েছে : ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা গ্রুপের দুই কোম্পানির কারখানা এবং অফিস পরিদর্শনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার (১২ ডিসেম্বর) উভয় এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

কোম্পানি দুইটি হলো : মেঘনা কনডেন্স মিল্ক এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। আগামী সাত কার্যদিবসের মধ্যে কোম্পানি দুটির কারখানা এবং অফিস পরিদর্শনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) যৌথভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ৫৪(১) অনুযায়ী মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্কের কারখানা ও অফিস যৌথভাবে পরিদর্শনের জন্য নির্দেশ দেওয়া হলো। কোম্পানি দুইটি ধারাবাহিকভাবে সিকিউরিটিজ আইন ভঙ্গ করে যাচ্ছে। তাই পরিদর্শন প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি পরামর্শ এ চিঠি জারির সাত কার্যদিবসের মধ্যে বিএসইসিতে জমা দিতে বলা হলো।

মেঘনা কনডেন্স মিল্ক এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২০০১ সালের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। উভয় কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০ শতাংশ আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০ শতাংশ শেয়ার রয়েছে।

বিজনেস আওয়ার/১৪ ডিসেম্বর, ২০২১/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: