বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে প্রথম শতভাগ কাগজহীন শহর এখন দুবাই।শনিবার সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স ও দুবাইয়ের শাসক শেখ হামদান এক ঘোষণায় এই তথ্য জানান।
আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ঘোষণা করেন, কাগজবিহীন হওয়ার ফলে ১.৩ বিলিয়ন দিরহাম (৩৫০ মিলিয়ন মার্কিন ডলার) এবং ১৪ মিলিয়ন ঘণ্টা সঞ্চয় করতে পেরেছে দুবাই।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুবাইয়ের অভ্যন্তরীণ, বৈদেশিক লেনদেন ১০০ শতাংশ ডিজিটাল হয়েছে। একক সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এই লেনদেন পরিচালনা করা হয় বলেও জানানো হয়েছে।
শনিবার এক বিবৃতিতে শেখ হামদান বলেন, দুবাই যে সাফল্য অর্জন করেছে, তা দেশের প্রতিটি মানুষের অবদান। এই সাফল্য নাগরিকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতের লক্ষ্যে দুবাইয়ের যাত্রায় নতুন পর্যায় তৈরি করবে। সূত্র : গালফ নিউজ।
বিজনেস আওয়ার/১৫ ডিসেম্বর, ২০২১/কমা