আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার এ অগ্নিকাণ্ডে শপিং সেন্টারটির ভেতরে আটকা পড়েছেন কয়েকশ’ মানুষ। খবর আল জাজিরার।
দ্য সাউথ চায়না মনিং পোস্ট জানিয়েছে, শপিং সেন্টারটির ছাদে ৩০০ এর বেশি মানুষ আটকা অবস্থায় রয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুত নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে দ্রুতই এ আগুন সারা শপিং সেন্টারে ছড়িয়ে পড়ে।
এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সিটিজেন নিউজ জানায়, শপিং সেন্টারটির ছাদে অন্তত ৩৫০ জন আটকা অবস্থায় রয়েছেন। তিনি জানান, ভবনটির পঞ্চম তলায় আরও ১০০ জন রয়েছেন, যারা উদ্ধারের অপেক্ষায় আছেন।
হংকংয়ের ফ্রি প্রেস জানিয়েছে, এখনও আগুন জ্বলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামের ওই শপিং সেন্টারে। উদ্ধার অভিযানে নামেন অগ্নিনির্বাপন কর্মীরা।
হংকংয়ের কজওয়ে বে-তে অবস্থিত এ ভবনটি ৩৮ তলাবিশিষ্ট। অগ্নিকাণ্ডের ঘটনার পর ইতোমধ্যে অগ্নিনির্বাপন কর্মীরা দেড়শ’ জনের মতো মানুষকে উদ্ধার করেছেন। আগুন নেভানোর চেষ্টা চলছে।
স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় নারীসহ অন্তত ১২ জন ধোঁয়ার কারণে অসুস্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
বিজনেস আওয়ার/১৫ ডিসেম্বর, ২০২১/এএইচ