ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এই শপথ আরও আগেই পড়ানো উচিত ছিল

  • পোস্ট হয়েছে : ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের জনগণকে একযোগে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শপথ পড়ান। সব জেলা ও বিভাগীয় শহর থেকে একযোগে সবাই এতে অংশ নেন।

শপথবাক্যে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর এই শপথ পড়ানোকে ইতিবাচক হিসেবেই দেখছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘এর সঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠার শপথ করানো প্রয়োজন ছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে পরিষ্কার করে সেটি বলা আছে। মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হবে কীভাবে? আমরা সেটি হারিয়ে ফেলেছি। শুধু ভাতের অধিকার থাকলে হবে না, ভোটের অধিকারও থাকতে হবে। আমাদের অঙ্গীকার করা উচিত আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য।

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার শপথ পড়ালেন প্রধানমন্ত্রী উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার শপথ পড়ালেন প্রধানমন্ত্রী
অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার শপথ বিষয়ে বদিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন–আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে গিয়েছি। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে।’

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের ইতিহাস এক ধারাবাহিকতায় চলতে পারেনি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক চিন্তাভাবনা প্রোথিত করা হয়েছে–সমাজে, শিক্ষাব্যবস্থা, মানুষের মননে, সংস্কৃতিতে। যার কারণে ৫০ বছর পর অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার শপথ পড়াতে হচ্ছে, সেটা দুঃখজনক।’

সুলতানা কামাল বলেন, ‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিও ১৩ বছর ধরে ক্ষমতায় রয়েছে। এটা আরও আগেই পড়া উচিত ছিল। সেদিকে হয়তো সেভাবে নজর দেওয়া হয়নি। এখন প্রধানমন্ত্রী বলেছেন। আশা করছি, মানুষের চেতনায় এটা আসবে আমরা অসাম্প্রদায়িক।’

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এই শপথ আরও আগেই পড়ানো উচিত ছিল

পোস্ট হয়েছে : ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের জনগণকে একযোগে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শপথ পড়ান। সব জেলা ও বিভাগীয় শহর থেকে একযোগে সবাই এতে অংশ নেন।

শপথবাক্যে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর এই শপথ পড়ানোকে ইতিবাচক হিসেবেই দেখছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘এর সঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠার শপথ করানো প্রয়োজন ছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে পরিষ্কার করে সেটি বলা আছে। মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হবে কীভাবে? আমরা সেটি হারিয়ে ফেলেছি। শুধু ভাতের অধিকার থাকলে হবে না, ভোটের অধিকারও থাকতে হবে। আমাদের অঙ্গীকার করা উচিত আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য।

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার শপথ পড়ালেন প্রধানমন্ত্রী উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার শপথ পড়ালেন প্রধানমন্ত্রী
অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার শপথ বিষয়ে বদিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন–আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে গিয়েছি। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে।’

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের ইতিহাস এক ধারাবাহিকতায় চলতে পারেনি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক চিন্তাভাবনা প্রোথিত করা হয়েছে–সমাজে, শিক্ষাব্যবস্থা, মানুষের মননে, সংস্কৃতিতে। যার কারণে ৫০ বছর পর অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার শপথ পড়াতে হচ্ছে, সেটা দুঃখজনক।’

সুলতানা কামাল বলেন, ‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিও ১৩ বছর ধরে ক্ষমতায় রয়েছে। এটা আরও আগেই পড়া উচিত ছিল। সেদিকে হয়তো সেভাবে নজর দেওয়া হয়নি। এখন প্রধানমন্ত্রী বলেছেন। আশা করছি, মানুষের চেতনায় এটা আসবে আমরা অসাম্প্রদায়িক।’

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: