ঢাকা , মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিজিবি বিশ্বে শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে

  • পোস্ট হয়েছে : ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • 26

বিজনেস আওয়ার প্রতিবেদক: সত্যতা শৃঙ্খলা নিয়ে সবাই নিজের দায়িত্ব পালন করবেন। মনে রাখতে হবে একটা বাহিনীর জন্য শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড মেনে চলার জন্য বিজিবি সদস্যদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি দিবস-২০২১ উদ্‌যাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রীর অনুমতিতে অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির আট সদস্যকে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পদক প্রদান করেন।

বিজিবি দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে বিডিআর বিদ্রোহে মারা যাওয়া সেনা কর্মকর্তাসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে বিজিবি একদিন বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একটি সুখী-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা মহামারির মধ্যেও উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ আজ বিশ্বে সমাদৃত। ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

বিজিবির সকল সদস্যকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান তিনি। বিজিবির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।

বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিজিবি বিশ্বে শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে

পোস্ট হয়েছে : ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: সত্যতা শৃঙ্খলা নিয়ে সবাই নিজের দায়িত্ব পালন করবেন। মনে রাখতে হবে একটা বাহিনীর জন্য শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড মেনে চলার জন্য বিজিবি সদস্যদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি দিবস-২০২১ উদ্‌যাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রীর অনুমতিতে অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির আট সদস্যকে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পদক প্রদান করেন।

বিজিবি দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে বিডিআর বিদ্রোহে মারা যাওয়া সেনা কর্মকর্তাসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে বিজিবি একদিন বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একটি সুখী-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা মহামারির মধ্যেও উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ আজ বিশ্বে সমাদৃত। ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

বিজিবির সকল সদস্যকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান তিনি। বিজিবির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।

বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: