বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ হজযাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রবিববার (১৯ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়।
রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্না আহমেদ।
বৈঠকে মডেল মসজিদ নির্মাণের অর্থ জরুরি ভিত্তিতে ছাড় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। ওমরা যাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে আলোচনা চলছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভায় জানানো হয়েছে।
বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: