বিজনেস আওয়ার প্রতিবেদক: ফিলিপাইনে সুপার টাইফুন রাইয়ের তাণ্ডবে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, গত বৃহস্পতিবার সুপার টাইফুন রাই ঘণ্টায় প্রায় ১৯৫ কিলোমিটার বেগে ফিলিপাইনের দক্ষিণ-পূর্বাঞ্চলের দ্বীপগুলোতে আঘাত হানে। এ সময় অন্তত তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছিল। এ ঘটনায় ২৩৯ জন আহত হয়েছে।
তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান চালাতে কয়েক হাজার সেনা, পুলিশ, কোস্টগার্ড ও অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে।
বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: