বিজনেস আওয়ার প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে তিনটি প্রস্তাব দিয়েছে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। এ ছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সার্চ কমিটিতে চার-পাঁচজনের নাম প্রস্তাব করেছে দলটি।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বঙ্গভবনে শুরু হওয়া দুই ঘণ্টার সংলাপে এসব প্রস্তাব করে দলটি।
সংলাপের পর জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করেছি। আমরা তাকে তিনটি প্রস্তাব দিয়েছি। তবে আমাদের প্রধান প্রস্তাব একটিই। সংবিধানের আলোকে আইন প্রণয়ণের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের কথা বলেছি।
তিনি বলেন, এ সময়ের মধ্যে আইন করা সম্ভব না হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে সেটি করতে পারেন। পরে তা আইনে পরিণত করা যাবে। আর অধ্যাদেশ জারি করা সম্ভব না হলে আগের মতো সার্চ কমিটি গঠন করে কমিশন গঠন করা যেতে পারে।
তিনি আরও বলেন, সার্চ কমিটির জন্য আমরা চারটি নাম প্রস্তাব করেছি। এর বাইরেও কমিশনের সদস্যের জন্য একটি নাম প্রস্তাব করেছি। এ মুহূর্তে নামগুলো জানাচ্ছি না।
রাষ্ট্রপতি আমাদের প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেও জানান জি এম কাদের।
এদিন জাতীয় পার্টির হয়ে সংলাপে অংশ নেন জাপা চেয়ারম্যান জিএম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২১/এএইচ