বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আরো সাড়ে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সোয়া ১১টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫৩ লাখ ৭৭ হাজার ১৬৮ জনের মৃত্যু হয়েছে। আর আগের দিন একই সময় পর্যন্ত মৃত্যু হয়েছিল ৫৩ লাখ ৭০ হাজার ৪৫৭ জন। এ হিসেবে একদিনে মৃত্যু হয়েছে ছয় হাজার ৭১১ জন।
এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত দাঁড়িয়েছে ২৭ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৯৩০ জন। এ সময় পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৪ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৮৮৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ২০ লাখ ৫৯ হাজার ৬৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ২৮ হাজার ৮৩৬ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৫২ হাজার ১৬৪ জনের। মারা গেছেন ৪ লাখ ৭৮ হাজার ৭ জন। আর ব্রাজিলে ২ কোটি ২২ লাখ ১৫ হাজার ৮৫৬ জনের। মারা গেছেন ৬ লাখ ১৭ হাজার ৯০৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২১/কমা