বিজনেস আওয়ার প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
রবিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার নূরুল হক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ার বুলেট ও বরগুনা জেলার শান্ত। নুরুল হক বাসের চালক, বুলেট হেলপার ও শান্ত কন্টাক্টর।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে আসামিদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত বাসচালক নূরুল হককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বন্দর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা জানান, রবিবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা বাসে ওই তরুণী রূপগঞ্জের গাউছিয়ায় যাচ্ছিলেন। বাসটি চিটাগাং রোডে আসলে সকল যাত্রী নেমে যায়। এই সুযোগে চলন্ত বাসের মধ্যে তরুণীকে চালক, হেলপার ও কন্ট্রাকটার মিলে ধর্ষণ করে। পরে মদনপুরে এসে তরুণীকে বাস থেকে নামিয়ে দেয়। পরে ৯৯৯ ফোন করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রাতেই গাড়ি মেরামতের দোকান থেকে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। বাসটি জব্দ করা হয়েছে।
বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২১/কমা