বিজনেস আওয়ার প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা, এটা সম্ভব নয়, সমীচীনও নয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা রাষ্ট্রকাঠামোর জন্য ভালো নয়। আগামীতে নির্বাচন কমিশনে যারা আসবেন তারা নিশ্চয়ই এগুলো ভেবে দেখবেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে ইউপি নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, একটা ট্রেন্ড দেখা যাচ্ছে- পত্রিকামতে ৩৬০ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর ১৬০০ প্রার্থী নির্বাচিত হয়েছেন অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে পারি কি-না।
তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের নির্বাচন কমিশনের মেয়াদ আর মাত্র ৫৫ দিন। তার আগে আমরা আমাদের দায়িত্বটা ভালোভাবে সম্পন্ন করতে চাই।
বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২১/এএইচ