বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রন বিষয়ে মানুষকে সতর্ক করে প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, ‘আমরা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি।’। বুধবার (২২ ডিসেম্বর) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিল গেটস তাঁর টুইটে জানিয়েছেন, ওমিক্রন বিস্তারের প্রেক্ষাপটে তিনি তাঁর বেশির ভাগ ছুটির পরিকল্পনা বাতিল করেছেন। বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী উল্লেখ করেছেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা ক্রমবর্ধমানভাবে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন।
বিল গেটস তাঁর টুইটে করোনার ওমিক্রন ধরনের বিপদ সম্পর্কে গুরুত্বের সঙ্গে সতর্ক করেন। বিশেষ করে ধরনটির পুনঃসংক্রমণের হারের ব্যাপারে সতর্ক করেন তিনি। একই সঙ্গে বিল গেটস উল্লেখ করেন, করোনার ওমিক্রন ধরনটি সম্পর্কে মানুষের সামান্যই জানাশোনা রয়েছে।
বিল গেটস বলেন, ‘ইতিহাসের যেকোনো ভাইরাসের চেয়ে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি শিগগির বিশ্বের প্রতিটি দেশে ছড়াবে।’
মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা আরও বলেন, ওমিক্রন মানুষকে কতটা অসুস্থ করে তোলে, সেটা বড় অজানা বিষয়। যদি ওমিক্রনের কারণে অসুস্থতার মাত্রা ডেলটার অর্ধেক পরিমাণও গুরুতর হয়, তবে তা হবে এখন পর্যন্ত দেখা করোনার সবচেয়ে খারাপ ঢেউ। কারণ, ওমিক্রন খুবই সংক্রামক।
বিজনেস আওয়ার/২২ ডিসেম্বর, ২০২১/কমা