বিজনেস আওয়ার প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দলের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মধ্যে দিয়ে গত সোমবার রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়।
বিজনেস আওয়ার/২২ ডিসেম্বর, ২০২১/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: