স্পোর্টস ডেস্ক : ইউরোপা লিগে জায়গা করে নিতে লন্ডন ডার্বি জয়ের বিকল্প ছিল না টটেনহাম হটস্পার্স এবং আর্সেনাল’র। এমন অবস্থানে থেকে নিজেদের সেরা একদশ নিয়েই মাঠে নামে স্পার্স এবং আর্সেনাল। শেষ পর্যন্ত আর্সেনালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে গানারদের টপকে যায় স্পার্স।
এই ম্যাচে জয়লাভ করে গানারদের টপকে উপরে উঠে আসে হোসে মোরিনহোর স্পার্স। লিগের ৩৫ ম্যাচ শেষে ১২ জয়, ১৪ ড্র আর ৯ হারে ৫০ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আর্সেনাল। অন্যদিকে সমান ম্যাচে ১৪ জয় ১০ ড্র এবং ১১ হারে ৫২ পয়েন্ট নিয়ে ৮তম স্থানে উঠে এসেছে টটেনহাম।
নর্থ লন্ডন ডার্বিতে রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় টটেনহাম হটস্পার্স স্টেডিয়ামে আর্সেনালকে আতিথ্য দেয় স্পার্স। করোনাভাইরাস পরবর্তী সময়ে ফুটবল পুনরায় শুরুর হওয়ার পর দুর্দান্ত ফর্মে ছিল আর্সেনাল। স্পার্সের মাঠে তা ম্যাচের প্রথম দিকে প্রমাণও করেছিল গানাররা।
খেলার ১৬ মিনিটে গ্র্যানিট শাকার অ্যাসিস্ট থেকে দুর্দান্ত এক গোল করে আর্সেনালকে এগিয়ে নেন আলেক্সান্ডার লাকাজেথ। তবে জয়ের জন্য মরিয়া হয়ে থাকা স্পার্স সেই গোল পরিশোধ করতে সময় নেয় মাত্র তিন মিনিট। গানারদের ডি বক্সে বল পেয়ে যাওয়া হিউং মিন সন গোল করে দলকে সমতায় ফেরান।
১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে দুর্দান্ত আক্রমণ করে যাচ্ছিল স্পার্স। যদিও অপেক্ষা করতে হয়েছে প্রায় ম্যাচের শেষ পর্যন্ত। ম্যাচের ৮১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন টবি আল্ডারওয়ের্ল্ড। শেষ দিকে আর্সেনাল আর গোল করতে না পারলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে টটেনহাম হটস্পার্স।
বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২০/এ