বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় পুরান ঢাকার ওয়ারীতে স্বপন কুমার সরকার নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘সকাল ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে ডিএসসিসি’র ময়লার গাড়ি স্বপন কুমারকে ধাক্কা দেয়। এতে তিনি মারা যান। তবে চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন গেণ্ডারিয়াতে বসবাস করতেন। সকালে তিনি বাসা থেকে বের হন। সুপার মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ডিএসসিসি’র ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।
বিজনেস আওয়ার/২৩ ডিসেম্বর, ২০২১/কমা