ঢাকা , বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পুরো লঞ্চ ভস্মীভূত হওয়া রহস্যজনক : নৌপরিবহনমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • 25

বিজনেস আওয়ার প্রতিবেদক : ‌‘আগুন লেগে পুরো লঞ্চ ভস্মীভূত হবার পিছনে কোন রহস্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ঘটনা তদন্তে ‌‌নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একজন যুগ্মসচিবকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় অন্যদের মধ্যে পুলিশের ডিআইজি মো. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ওই দুর্ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড পৃথকভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পুরো লঞ্চ ভস্মীভূত হওয়া রহস্যজনক : নৌপরিবহনমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ‌‘আগুন লেগে পুরো লঞ্চ ভস্মীভূত হবার পিছনে কোন রহস্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ঘটনা তদন্তে ‌‌নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একজন যুগ্মসচিবকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় অন্যদের মধ্যে পুলিশের ডিআইজি মো. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ওই দুর্ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড পৃথকভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: