ঢাকা , বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাসরুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু হচ্ছে কাল থেকে

  • পোস্ট হয়েছে : ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • 33

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা আনতে আলোর মুখ দেখতে যাচ্ছে বাসরুট রেশনালাইজেশন কার্যক্রম। পরীক্ষামূলকভাবে রোববার (২৬ ডিসেম্বর) থেকেই শুরু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলবে ৫০টি বাস। পর্যায়ক্রমে শতাধিক বাস যুক্ত হওয়ার কথা রয়েছে।

আশা করা হচ্ছে গণপরিবহনে ভোগান্তি, ইচ্ছেমতো ভাড়া আদায় ও অহেতুক প্রতিযোগিতায় জনসাধারণের প্রাণহানির মতো ঘটনার আক্ষেপ ঘোচাতে চলেছে এই রেশনালাইজেশন বাসরুট। ঢাকা নগর পরিবহন সার্ভিসের আওতায় রোববার সড়কে নামছে বাসগুলো। বিআরটিসির ত্রিশটি বাসে তাই আলাদা সজ্জা। প্রস্তুতি সেরে ফেলেছে ট্রান্স সিলভাও। শুধু ২০১৯ সাল থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে নিবন্ধিত বাসই চলবে নতুন এই রুটে।

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে শুরু হবে চলাচল। তাই সড়কের দুই পাশেই যাত্রীদের বসার স্থানের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে ওয়াশপুর থেকে বসিলা ব্রিজ-মোহাম্মদপুর-শংকর হয়ে কাঁচপুর পর্যন্ত যাত্রীদের সেবা দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। কোনো অপরাধ করে যাতে সহজে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে না পারেন, সেজন্য চালক ও সহকারীকে পরতে হবে নির্দিষ্ট পোশাক।

মোহাম্মদপুর থেকে দুই ভাগে- আসাদগেট ও ঝিগাতলা হয়ে বাসগুলো মিলবে শাহবাগে। একইভাবে দুইভাগে- ফকিরাপুল কিংবা দৈনিক বাংলায়ও থাকবে স্টপেজ। এভাবে মতিঝিল হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাত্রীসেবা দিয়ে চিটাগং রোড হয়ে কাঁচপুরে পৌঁছাবে- ঢাকা নগর পরিবহন।

সংশ্লিষ্টরা মনে করেন বিআরটিসির সাথে বেসরকারি ট্রান্সসিলভার মেলবন্ধনে নতুন এই রুট সফল হলে এক ধাপ এগিয়ে যাবে বাসরুট রেশনালাইজেশন।

এর আগে, গত এপ্রিল থেকে ঢাকা নগর পরিবহন সার্ভিস চালুর কথা থাকলেও নানা কারণে পিছিয়ে যায়। তবে সেই প্রতিক্ষিত যাত্রী সেবা চালু হচ্ছে কাল থেকে।

বিজনেস আওয়ার/২৫ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাসরুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু হচ্ছে কাল থেকে

পোস্ট হয়েছে : ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা আনতে আলোর মুখ দেখতে যাচ্ছে বাসরুট রেশনালাইজেশন কার্যক্রম। পরীক্ষামূলকভাবে রোববার (২৬ ডিসেম্বর) থেকেই শুরু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলবে ৫০টি বাস। পর্যায়ক্রমে শতাধিক বাস যুক্ত হওয়ার কথা রয়েছে।

আশা করা হচ্ছে গণপরিবহনে ভোগান্তি, ইচ্ছেমতো ভাড়া আদায় ও অহেতুক প্রতিযোগিতায় জনসাধারণের প্রাণহানির মতো ঘটনার আক্ষেপ ঘোচাতে চলেছে এই রেশনালাইজেশন বাসরুট। ঢাকা নগর পরিবহন সার্ভিসের আওতায় রোববার সড়কে নামছে বাসগুলো। বিআরটিসির ত্রিশটি বাসে তাই আলাদা সজ্জা। প্রস্তুতি সেরে ফেলেছে ট্রান্স সিলভাও। শুধু ২০১৯ সাল থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে নিবন্ধিত বাসই চলবে নতুন এই রুটে।

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে শুরু হবে চলাচল। তাই সড়কের দুই পাশেই যাত্রীদের বসার স্থানের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে ওয়াশপুর থেকে বসিলা ব্রিজ-মোহাম্মদপুর-শংকর হয়ে কাঁচপুর পর্যন্ত যাত্রীদের সেবা দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। কোনো অপরাধ করে যাতে সহজে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে না পারেন, সেজন্য চালক ও সহকারীকে পরতে হবে নির্দিষ্ট পোশাক।

মোহাম্মদপুর থেকে দুই ভাগে- আসাদগেট ও ঝিগাতলা হয়ে বাসগুলো মিলবে শাহবাগে। একইভাবে দুইভাগে- ফকিরাপুল কিংবা দৈনিক বাংলায়ও থাকবে স্টপেজ। এভাবে মতিঝিল হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাত্রীসেবা দিয়ে চিটাগং রোড হয়ে কাঁচপুরে পৌঁছাবে- ঢাকা নগর পরিবহন।

সংশ্লিষ্টরা মনে করেন বিআরটিসির সাথে বেসরকারি ট্রান্সসিলভার মেলবন্ধনে নতুন এই রুট সফল হলে এক ধাপ এগিয়ে যাবে বাসরুট রেশনালাইজেশন।

এর আগে, গত এপ্রিল থেকে ঢাকা নগর পরিবহন সার্ভিস চালুর কথা থাকলেও নানা কারণে পিছিয়ে যায়। তবে সেই প্রতিক্ষিত যাত্রী সেবা চালু হচ্ছে কাল থেকে।

বিজনেস আওয়ার/২৫ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: