বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনা আদালতে লঞ্চ মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে এমভি অভিযান-১০ এর মালিকসহ ২০-২৫ জনের বিরুদ্ধে আজ রোববার মামলা দায়ের করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম মামলাটি আমলে নিয়ে এজাহারের আদেশ দিয়েছেন।
আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বলেন, অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত ও মৃত্যুবরণ করেছেন। এর জন্য লঞ্চ কর্তৃপক্ষের অবহেলা ছিল। লঞ্চটিতে যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও শত শত যাত্রী নিয়ে ঘাঁট ছাড়েন। ফলে এক বিভীষিকাময় ঘটনার জন্ম হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং একজন আইনজীবী হিসেবে এ ট্রাজেডির সঠিক তদন্ত ও ন্যায় বিচারের জন্য স্বেচ্ছায় এ মামলাটি দায়ের করেছি। আশাকরি ন্যায়বিচার পাব।
উল্লেখ্য, রাজধানী ঢাকা থেকে প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজনেস আওয়ার/২৬ ডিসেম্বর, ২০২১/এএইচ