বিজনেস আওয়ার প্রতিবেদক : ভারি তুষারপাতের কারণে জাপানের অভ্যন্তরীন রুটে চলাচলরত শতাধিক ফ্লাইট বাতিল করেছে দেশটির সরকার। রবিবার (২৬ সেপ্টেম্বর) বড় দুটি বিমান পরিসেবা প্রদানকারী সংস্থা একথা জানায়।
জাপানের অল নিপ্পন এয়ারলাইন্সের (এএনএ) অপারেশনস ডিরেক্টর ইউতাকা কিতাহারা বলেন, ‘এএনএ রবিবার স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত ৭৭টি ফ্লাইট বাতিল করেছে। এতে ৫ হাজারের বেশি যাত্রী দুর্ভোগে পড়েন।‘
তিনি আরো বলেন, ‘দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোয় ভারি তুষারপাত এখনো অব্যাহত রয়েছে। ফলে ফ্লাইট বাতিল করতে হচ্ছে। সামনের দিনগুলোতে আরো ফ্লাইট বাতিল হতে পারে।’
জাপান এয়ারলাইন্স কোম্পানির অপারেশনস বিভাগের এক প্রতিনিধি বলেন, ‘তারা ইতোমধ্যে ৩৫টি ফ্লাইট বাতিল করেছেন। এতে ১ হাজার ৮১০ জন যাত্রী দুর্ভোগে পড়েন।‘
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার কারণে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের উৎসবকে সামনে রেখে বিশ্বব্যাপী কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়। এদিকে ওমিক্রনের বিস্তার ঠেকাতে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে জাপান সরকার। ইতোমধ্যে বিদেশীদের জন্য দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র : সিএনএন
বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২১/কমা