বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার উত্থান হলেও সোমবার (১৩ জুলাই) কিছুটা পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) উত্থান হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯.৫১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.০৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭.৬৩ পয়েন্ট এবং সিডিএসইটি ২.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৫০.৮৪ পয়েন্টে, ১৩৭৬.০৭ পয়েন্টে এবং ৮১০.৭৫ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৭৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩০ কোটি ৯৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৬ কোটি ৯৬ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির বা ১৬.৩৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৭টির বা ৩৬.৪৯ শতাংশের এবং ১৬৪টির বা ৪৭.১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬০৬.৭১ পয়েন্টে। সিএসইতে আজ ২০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দর বেড়েছে, কমেছে ৬৬টির আর ৯২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২০/এস