ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আশিকের নেতৃত্বে ৩০-৩৫ জনের অপরাধী চক্র আছে : র‌্যাব

  • পোস্ট হয়েছে : ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • 54

বিজনেস আওয়ার প্রতিবেদক : পর্যটন নগরী কক্সবাজারে গ্রেপ্তারকৃত আশিকের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি অপরাধী চক্র আছে। এই চক্র নারী ধর্ষণ, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছেন, র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

খন্দকার আল মঈন বলেন, রবিবার মাদারীপুরের মোস্তাফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণের সাথে জড়িত মামলার প্রধান আসামি আশিকুলকে গ্রেপ্তার করা হয়। আশিক কক্সবাজারে পর্যটক এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতা। এই চক্রের সদস্য সংখ্যা ৩০-৩৫ জন।

আশিক ২০১২ বছর থেকে কক্সবাজার পর্যটক এলাকায় বিভিন্ন অপরাধের সাথে যুক্ত রয়েছে। ২০১৪ সালে অস্ত্রসহ গ্রেপ্তার হয়। সে পর্যটন এলাকা কক্সবাজারে চুরি, ছিনতাই, অপহরণ, জিম্মি, চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত।

আল মঈন বলেন, আশিক ও তার সহযোগীরা ওই নারীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। তার পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে লাবণী বীচ এলাকার রাস্তায় তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যাওয়া হয়। আশিক জিয়া গেস্ট ইন হোটেলে আটক করে রেখে ওই নারীর স্বামীর কাছে মুক্তিপণ দাবি করে। এরপর ওই নারীকে হোটেলে আটকে রেখে হোটেল থেকে বের হয়ে যায়। বিষয়টি ব্যাপকভাবে স্থানীয় পর্যায়েও বিভিন্ন মিডিয়াতে জানাজানি হলে আশিক আত্মগোপনে চলে যায়। বেশভূষা পরিবর্তন করে ঘটনার দুই দিন পর কক্সবাজার থেকে একটি এসি বাস যোগে ঢাকায় আসে। পরবর্তীতে ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে সে মাদারীপুরের মোস্তাফাপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার হয়।

তিনি বলেন, গত ২২ ডিসেম্বর রাতে কক্সবাজারে গণধর্ষণের শিকার হন এক নারী। পরে তার স্বামী বাদি হয়ে ৪ জন আসামি ও আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ভুক্তভোগী ওই নারী স্বামী-সন্তানসহ কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছিলেন। তাদের সঙ্গে ৮ মাস বয়সের একটি শিশু সন্তান রয়েছে। শিশুটির জন্মগতভাবে হার্টে ছিদ্র থাকায় তার চিকিৎসায় ১০ লাখ টাকা প্রয়োজন। শিশুটির চিকিৎসার অর্থ সংকুলানের আশায় স্বামীসহ কক্সবাজারে অবস্থান করছিল পরিবারটি। তারা বিত্তবান পর্যটকদের কাছ থেকে অর্থ সাহায্য চাইত। এ সময় তিনি অপহরণ ও ধর্ষণের শিকার হয়েছেন। র‌্যাব ওই নারীর স্বামীকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায় ও একপর্যায়ে নারীকে উদ্ধার হয়।

বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আশিকের নেতৃত্বে ৩০-৩৫ জনের অপরাধী চক্র আছে : র‌্যাব

পোস্ট হয়েছে : ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : পর্যটন নগরী কক্সবাজারে গ্রেপ্তারকৃত আশিকের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি অপরাধী চক্র আছে। এই চক্র নারী ধর্ষণ, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছেন, র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

খন্দকার আল মঈন বলেন, রবিবার মাদারীপুরের মোস্তাফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণের সাথে জড়িত মামলার প্রধান আসামি আশিকুলকে গ্রেপ্তার করা হয়। আশিক কক্সবাজারে পর্যটক এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতা। এই চক্রের সদস্য সংখ্যা ৩০-৩৫ জন।

আশিক ২০১২ বছর থেকে কক্সবাজার পর্যটক এলাকায় বিভিন্ন অপরাধের সাথে যুক্ত রয়েছে। ২০১৪ সালে অস্ত্রসহ গ্রেপ্তার হয়। সে পর্যটন এলাকা কক্সবাজারে চুরি, ছিনতাই, অপহরণ, জিম্মি, চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত।

আল মঈন বলেন, আশিক ও তার সহযোগীরা ওই নারীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। তার পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে লাবণী বীচ এলাকার রাস্তায় তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যাওয়া হয়। আশিক জিয়া গেস্ট ইন হোটেলে আটক করে রেখে ওই নারীর স্বামীর কাছে মুক্তিপণ দাবি করে। এরপর ওই নারীকে হোটেলে আটকে রেখে হোটেল থেকে বের হয়ে যায়। বিষয়টি ব্যাপকভাবে স্থানীয় পর্যায়েও বিভিন্ন মিডিয়াতে জানাজানি হলে আশিক আত্মগোপনে চলে যায়। বেশভূষা পরিবর্তন করে ঘটনার দুই দিন পর কক্সবাজার থেকে একটি এসি বাস যোগে ঢাকায় আসে। পরবর্তীতে ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে সে মাদারীপুরের মোস্তাফাপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার হয়।

তিনি বলেন, গত ২২ ডিসেম্বর রাতে কক্সবাজারে গণধর্ষণের শিকার হন এক নারী। পরে তার স্বামী বাদি হয়ে ৪ জন আসামি ও আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ভুক্তভোগী ওই নারী স্বামী-সন্তানসহ কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছিলেন। তাদের সঙ্গে ৮ মাস বয়সের একটি শিশু সন্তান রয়েছে। শিশুটির জন্মগতভাবে হার্টে ছিদ্র থাকায় তার চিকিৎসায় ১০ লাখ টাকা প্রয়োজন। শিশুটির চিকিৎসার অর্থ সংকুলানের আশায় স্বামীসহ কক্সবাজারে অবস্থান করছিল পরিবারটি। তারা বিত্তবান পর্যটকদের কাছ থেকে অর্থ সাহায্য চাইত। এ সময় তিনি অপহরণ ও ধর্ষণের শিকার হয়েছেন। র‌্যাব ওই নারীর স্বামীকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায় ও একপর্যায়ে নারীকে উদ্ধার হয়।

বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: