বিজনেস আওয়ার প্রতিবেদক : কক্সবাজারে হোটেল-কটেজে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস নিশ্চিত করে বলেন, ‘পর্যটন ব্যবসার আড়ালে কক্সবাজারে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিন এভাবে ঝটিকা অভিযান চলবে।’
তিনি আরো বলেন, সোমবার রাতে কক্সবাজারের হোটেল-কটেজে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ওসি (অপারেশন) মো. সেলিম ও উপ পরিদর্শক আনোয়ার। অবৈধকাজে লিপ্ত থাকার অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়েছে। মামলায় অবৈধকাজে লিপ্ত কটেজ মালিকদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
বিজনেস আওয়ার/২৮ ডিসেম্বর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: