ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার কনডম নিয়ে বিতর্কে সানি লিওন

  • পোস্ট হয়েছে : ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • 878

বিনোদন ডেস্ক: সম্প্রতি ‘মধুবন মে রাধিকা নাচে’ গানে নেচে বিতর্কিত হয়েছেন সানি। হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাতের অভিযোগও উঠেছে। তাকে ভারত ছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে। তবে সানি এবারই প্রথম এমন বিতর্কে জড়ালেন তা কিন্তু নয়।

ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্ক: সানি লিওন টুইটার বার্তায় লিখেছিলেন: ‘রেপ ইজ নট অ্যা ক্রাইম, ইটস জাস্ট সারপ্রাইজিং সেক্স’। এটি পরবর্তী সময়ে প্রকাশ করেন তার সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী কামাল আর খান। এমন মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় তোলে। যদিও সানির দাবি- তিনি এমন কোনো কথা বলেননি।

পর্নো সিনেমা নিয়ে মন্তব্য করে বিতর্কিত: বলিউডের রুপালি পর্দায় অভিষেকের পরেও সানি লিওনকে শুনতে হয়েছে তার অতীত পেশা নিয়ে কটুক্তি। পর্নো সিনেমায় কাজ করা প্রসঙ্গে এক পর্যয়ে সানি বলেছিলেন, ‘পর্নো তারকা মানেই প্রস্টিটিউট নয়’। ইন্ডিয়াতে কোনো পর্নো সিনেমার শিল্প নেই, তাই তাদের এ সম্পর্কে কোনো ধারণা নেই।’ সানির এমন মন্তব্য ভারতীয় মিডিয়া এবং বলিউড পাড়ায় বিতর্ক তৈরি করেছিল।

সাংবাদিককে চড়: গুজরাটের সুরাটে ‘প্লে হোলি উইথ সানি লিওন’ শীর্ষক একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সানি। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে সকালে সেখানে পৌঁছে গিয়েছিলেন ইন্দো-কানাডিয়ান এ অভিনেত্রী। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন তারা। হোটেলে পৌঁছানোর পর একজন সাংবাদিক হোটেলের বারান্দাতেই সানির সাক্ষাৎকার নেন। কয়েকটি প্রশ্ন করার পরই সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘আপনি আগে পর্নো তারকা ছিলেন, এখন আপনি সিনেমার তারকা। আপনি এখন কত টাকা নেন?’ প্রশ্ন শুনে অত্যন্ত রেগে যান সানি। সাংবাদিককে আবারো প্রশ্নটি করতে বলেন তিনি। সাংবাদিক তখন বলেন, ‘রাতে অনুষ্ঠান করার জন্য আপনি কত টাকা নেন?’ প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে জবাব দেন সানি। সাংবাদিককে সবার সামনেই কষে চড় মারেন তিনি।

কনডমের বিজ্ঞাপন বিতর্ক: সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি কনডমের বিজ্ঞাপনেও দেখা গেছে এ অভিনেত্রীকে। ভারতের পর্যটন নগরী গোয়ার কাদাম্বা ট্রান্সপোর্ট করপোরেশনের বাসগুলোতে সানি লিওনের বিজ্ঞাপন ব্যবহার হতো। কিন্তু পরবর্তী সময়ে এটি নিয়ে আপত্তি জানানো হয়। আপত্তি জানায় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। তাদের আপত্তির মুখে সানির এই বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়।

বিজনেস আওয়ার/২৮ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

এবার কনডম নিয়ে বিতর্কে সানি লিওন

পোস্ট হয়েছে : ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেস্ক: সম্প্রতি ‘মধুবন মে রাধিকা নাচে’ গানে নেচে বিতর্কিত হয়েছেন সানি। হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাতের অভিযোগও উঠেছে। তাকে ভারত ছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে। তবে সানি এবারই প্রথম এমন বিতর্কে জড়ালেন তা কিন্তু নয়।

ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্ক: সানি লিওন টুইটার বার্তায় লিখেছিলেন: ‘রেপ ইজ নট অ্যা ক্রাইম, ইটস জাস্ট সারপ্রাইজিং সেক্স’। এটি পরবর্তী সময়ে প্রকাশ করেন তার সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী কামাল আর খান। এমন মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় তোলে। যদিও সানির দাবি- তিনি এমন কোনো কথা বলেননি।

পর্নো সিনেমা নিয়ে মন্তব্য করে বিতর্কিত: বলিউডের রুপালি পর্দায় অভিষেকের পরেও সানি লিওনকে শুনতে হয়েছে তার অতীত পেশা নিয়ে কটুক্তি। পর্নো সিনেমায় কাজ করা প্রসঙ্গে এক পর্যয়ে সানি বলেছিলেন, ‘পর্নো তারকা মানেই প্রস্টিটিউট নয়’। ইন্ডিয়াতে কোনো পর্নো সিনেমার শিল্প নেই, তাই তাদের এ সম্পর্কে কোনো ধারণা নেই।’ সানির এমন মন্তব্য ভারতীয় মিডিয়া এবং বলিউড পাড়ায় বিতর্ক তৈরি করেছিল।

সাংবাদিককে চড়: গুজরাটের সুরাটে ‘প্লে হোলি উইথ সানি লিওন’ শীর্ষক একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সানি। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে সকালে সেখানে পৌঁছে গিয়েছিলেন ইন্দো-কানাডিয়ান এ অভিনেত্রী। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন তারা। হোটেলে পৌঁছানোর পর একজন সাংবাদিক হোটেলের বারান্দাতেই সানির সাক্ষাৎকার নেন। কয়েকটি প্রশ্ন করার পরই সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘আপনি আগে পর্নো তারকা ছিলেন, এখন আপনি সিনেমার তারকা। আপনি এখন কত টাকা নেন?’ প্রশ্ন শুনে অত্যন্ত রেগে যান সানি। সাংবাদিককে আবারো প্রশ্নটি করতে বলেন তিনি। সাংবাদিক তখন বলেন, ‘রাতে অনুষ্ঠান করার জন্য আপনি কত টাকা নেন?’ প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে জবাব দেন সানি। সাংবাদিককে সবার সামনেই কষে চড় মারেন তিনি।

কনডমের বিজ্ঞাপন বিতর্ক: সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি কনডমের বিজ্ঞাপনেও দেখা গেছে এ অভিনেত্রীকে। ভারতের পর্যটন নগরী গোয়ার কাদাম্বা ট্রান্সপোর্ট করপোরেশনের বাসগুলোতে সানি লিওনের বিজ্ঞাপন ব্যবহার হতো। কিন্তু পরবর্তী সময়ে এটি নিয়ে আপত্তি জানানো হয়। আপত্তি জানায় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। তাদের আপত্তির মুখে সানির এই বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়।

বিজনেস আওয়ার/২৮ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: