স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটে আসরের দেশি বিদশি ৬০০ প্লেয়ার থেকে ২০৫ জন ক্রিকেটারকে দলে ভিরিয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। বিদেশি অখ্যাত ক্রিকেটাররা দল পেলেও কেউ আগ্রহ দেখায়নি মোহাম্মদ আশরাফুলকে নিয়ে।
যার ফলে ড্রাফটে থাকলেও দল পাওয়া হয়নি তারকা এই ক্রিকেটারের। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের নজর কাড়তে পারেননি নাসির হোসেন, আমিনুল ইসলাম বিপ্লবের মতো ক্রিকেটাররা।
বিপিএল হলো টি-টোয়েন্টি খেলা। তা ছাড়া বিষয়টাকে আমি স্বাভাবিক ভাবেই দেখছি। এতগুলো ক্রিকেটারদের মধ্য থেকে দল না পেতেই পারি। আবার চান্স আসতেও পারে। দলগুলোর এখনও প্লেয়ার নেয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে ভালো খেলতে পারলে সুযোগ আসতেও পারে।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের বেঁধে দেয়া শর্ত অনুযায়ী দেশীয় ক্রিকেটারদের ভেতর থেকে ১৪ ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে একটি ফ্র্যাঞ্চাইজি। সদ্য শেষ হওয়া প্লেয়ার্স ড্রাফটে এই শর্ত পূরণ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজিই। প্রতিটি দলের খালি রয়েছে কিছু স্লট।
আর এই কারণেই এখনও বিপিএলে খেলার আশা হারাচ্ছেন না আশরাফুল। সেই সঙ্গে দল না পাওয়ার বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।
বিজনেস আওয়ার/২৯ ডিসেম্বর, ২০২১/এএইচ