স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে তাদের যুব ‘এ’ ও ‘বি’ দলের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিতে সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছিল বাংলাদেশ অনূধ্র্ব-১৯ দল। যুব এশিয়া কাপের সেমিফাইনালে সেই ভারতকে পেয়ে ফাইনালে খেলার আশা বুকে ধারণ করেছিলেন রাকিবুল হাসানরা। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে আশাহত হলেন তারা। ১০৩ রানে জিতে ফাইনালের টিকিট কাটল ভারতের যুব দল। বিশ্বকাপের ফাইনালে হারের শোধ নিলো তারা।
বৃহস্পতিবার শারজায় ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ২৪৩ রানে আটকে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৮ উইকেট হারায় ভারতের দলটি। ফাইনালে উঠতে বাংলাদেশকে করতে হতো ২৪৪ রান। তারা ৩৮.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়।
শারজায় টস জিতে ফিল্ডিং নিয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। ১৯৩ রানের মধ্যে তাদের ৮ উইকেট তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু নবম উইকেটে শেষ পাঁচ ওভারে শাইক রশীদ ও ভিকি ওস্টওয়ালের ৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে চ্যালেঞ্জিং স্কোর করে ভারত। ইনিংস সেরা অপরাজিত ৯০ রান করেন রশীদ ১০৮ বলে ৩ চার ও ১ ছয়ে। ১৮ বলে ৩ চারে ২৮ রানে অপরাজিত ছিলেন ভিকি। এর আগে অধিনায়ক যশ ধুল ২৬ ও রাজ বাওয়া ২৩ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন অধিনায়ক রাকিবুল হাসান। একটি করে পান তানজিম হাসান সাকিব, নাঈমুর রহমান, এসএম মেহরব ও আরিফুল ইসলাম।
লক্ষ্যে নেমে ৫ ওভারেই ৩১ রান তুলে নিয়ে দারুণ সূচনার ইঙ্গিত দেয় বাংলাদেশ। ষষ্ঠ ওভারের প্রথম বলে তাহজিবুল ইসলাম (৩) বোল্ড হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। দলের অর্ধেক ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরে যান ৫৯ রানের মধ্যে এবং ২১তম ওভারে ৮৭ রানে ৭ উইকেট হারায় তারা।
আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ইনিংস সেরা ৪২ রান করেন আরিফুল ইসলাম। এছাড়া ওপেনার মাহফিজুল ইসলাম ২৬ রানের দ্বিতীয় সেরা পারফর্ম করেন। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান প্রান্তিক নওরোজ নাবিল করেন ১২ রান। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান আশিকুর জামান (১৫) ও রাকিবুল (১৬)।
ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন রাজভারাধন হাংগারগেকার, রবি কুমার, রাজ বাওয়া ও ভিকি।
বিজনেস আওয়ার/৩০ ডিসেম্বর, ২০২১/এএইচ