বিজনেস আওয়ার প্রতিবেদক : পঞ্চগড় ও কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ চলমান থাকার পাশাপাশি সারাদেশেই রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা বা মাঝারি আকারে কুয়াশা পড়তে পারে।
এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী তিনদিন দেশের তাপমাত্রা কিছুটা কমবেশি হতে পারে।
বিজনেস আওয়ার/৩১ ডিসেম্বর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: