স্পোর্টস ডেস্ক : লা লিগার শিরোপা জয়ের আরও কাছে পৌছে গেল রিয়াল মাদ্রিদ। গ্রানাডাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে আবারও চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল লস ব্ল্যাঙ্কোসরা। রিয়ালের হয়ে গোল করেন ফারল্যান্ড মেন্ডি এবং করিম বেনজেমা।
গ্রানাডার বিপক্ষে খেলতে নামার আগে বার্সার থেকে মাত্র এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল। তাই তো ম্যাচ জয়ের বিকল্প ছিল না জিদানের দলের সামনে। এবার লিগ জিতলে লা লিগায় রিয়ালের শিরোপা সংখ্যা দাঁড়াবে ৩৪’এ।
ম্যাচের মাত্র ১০ মিনিটেই ক্যাসেমিরোর কাছ থেকে মধ্যমাঠে বল পেয়ে একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোল করেন ফারল্যান্ড মেন্ডি। এরপর দ্বিতীয় গোল করতে খুব বেশি সময় নেয়নি লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচের ১৬তম মিনিটে করিম বেনজেমার গোলে রিয়াল এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে।
ম্যাচের ২০ মিনিটের মধ্যেই ২-০’তে এগিয়ে বেশ ফুরফুরে মেজাজে খেলতে থাকে গ্যালাক্টিকোরা। আর প্রথমার্ধ গ্রানাডার ওপর চড়াও হয়েই খেলে জিদানের শিষ্যরা। তবে প্রথমার্ধে আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি বেনজেমার।
বিরতি থেকে ফিরে উজ্জীবিত গ্রানাডা মাত্র ৪ মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ম্যাচের ৪৯তম মিনিটে ডারউইন মাচিস বল পাঠিয়ে দেন জালে। তাতে রিয়ালের বিপক্ষে গোল ব্যবধান ২-১। তবে শেষ পর্যন্ত আর কোনো অঘটন না ঘটায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে গাণিতিকভাবে রিয়ালের শিরোপা নিশ্চিত না হলেও লিগ জয়ের একদম কাছে পৌঁছে গেছে রিয়াল। লিগে বাকি থাকা দুই ম্যাচের মধ্যে একটি জয় এবং অপরটিতে ন্যূনতম ড্র করলেও লিগ নিশ্চিত লস ব্ল্যাঙ্কোসদের। অথবা বাকি দুই ম্যাচে ড্র করলেও শিরোপা জয়ের উল্লাসে ভাসবে জিদান শিষ্যরা।
বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২০/এ