বিজনেস আওয়ার প্রতিবেদক : মুমিনুল হক এবং লিটন দাসের অসাধারণ জুটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে এরই মধ্যে চার’শ রান অতিক্রম করেছে বাংলাদেশ। তবে দীর্ঘ অপেক্ষার পর এই জুটি ভাঙলেন কিউদের ট্রেন্ট বোল্ট।
প্রথমে মুমিনুলকে এবং পরে লিটনকে আউট করেন সময়ের অন্যতম সেরা পেসার ট্রেন্ট। বাঁহাতি পেসারের ভেতরে ঢোকানো বলে ব্যাট নিতে পারেননি মুমিনুল। সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতে টেস্ট অধিনায়ক এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি। অসাধারণ ইনিংসের শেষ হয় সেখানেই।
পঞ্চম উইকেটে ৩১৭ বলে ১৫৮ রানের জুটি গড়েন মুমিনুল ও লিটন। ক্যারিয়ারের সবচেয়ে ধীর গতির ইনিংস খেলে মুমিনুল ফেরেন সাজঘরে। ২৪৪ বলে সাজান ৮৮ রানের ইনিংস। যেখানে বাউন্ডারি মেরেছেন মাত্র ১২টি। সঙ্গী হারানোর দুই ওভার পর লিটনও একই পথ ধরেন। বোল্টের বেরিয়ে যাওয়া বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ৮৬ রানে। ১৭৭ বলে ১০ বাউন্ডারিতে চোখ ধাঁধানো ইনিংসটি সাজিয়েছিলেন তিনি।
এর আগে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করার পর বাংলাদেশ দ্বিতীয় দিনশেষে ২ উইকেটে ১৭৫ রান তুলে। সোমবার তৃতীয় দিনেও দাপট দেখাচ্ছেন টাইগার ব্যাটাররা।
ওয়েগনারের অফস্টাম্পের অনেক বাইরের বল কাট করতে গিয়েছিলেন জয়। শরীর বলের পজিশনে গেলেও অনিয়ন্ত্রিত শটে গালিতে ক্যাচ যায় অতিসহজেই। নিকোলস সেই ক্যাচ নিয়ে ওয়াগনারকে তৃতীয় উইকেটের স্বাদ দেন।
এর পর প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল ও মুশফিক। মুশফিক ১২ রান করে আউট হলে ভাঙে ১৯ রানের পার্টনারশিপ। এই রান তুলতে দুজন বল খেলেন ১১০টি।
রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং করছিলেন বোল্ট। স্টাম্পের ওপর ফুলার লেন্থ বলের সঙ্গে হালকা সুইং। এবং বল মিস করে বোল্ড হলেন মুশফিক। আউট হওয়ার আগে মুশফিকের সংগ্রহ ৫৩ বলে ১২ রান।
পরে লিটন দাসকে সঙ্গে নিয়ে এগিয়ে যায় মুমিনুল। লিটন আর মুমিনুলের সুবাদের বাংলাদেশ ৬ উইকেট হারিয় ৪০১ রান তুলেন।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২২/কমা