বিজনেস আওয়ার প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার রাত থেকে কাল মঙ্গলবার সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশ পড়তে পারে। আর এতে রংপুর ও ময়মনসিংহ বিভাগে তাপমাত্রা কিছুটা কলেও দেশের অন্যত্র অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ এখন ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় আছে; আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ আছে বঙ্গোপসাগরে।
আগামী ৯ থেকে ১০ জানুয়ারির পর দেশে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আর এ কারণে তীব্র শীত শুরু হতে পারে।
গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২২/কমা