বিজনেস আওয়ার প্রতিবেদক : কিশোরীকে এক বছর ধরে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২ জানুয়ারি) রাত ২টার দিকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা পৌরসভার বাসিন্দা নুরুল ইসলাম (৫৫) ও তার ছেলে আরিফ।
সোমবার (৩ জানুয়ারি) বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, তিনি তার মেয়েকে নিয়ে নুরুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। বাজারে সবজি বিক্রি করে যা আয় হয় তা দিয়েই সংসার চলে তাদের। গত এক বছর ধরে নুরুল ইসলাম ও তার ছেলে কয়েক দফায় তার মেয়েকে ধর্ষণ করে। শনিবার (২ জানুয়ারি) মেয়ে ধর্ষণের কথা জানালে তিনি থানায় অভিযোগ করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে নুরুল ইসলাম ও তার ছেলে আরিফ।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২২/কমা