বিজনেস আওয়ার প্রতিবেদক : ভারতে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ চলছে। এখন প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। এরই ধারাবহিকতায় গত ২৪ ঘণ্টায় চার মাসে সর্বোচ্চ ৩৭ হাজার ৩৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় অল ইন্ডিয়া ইনিস্টিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) ভারতের সব চিকিৎসকদের শীতকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে। একই সঙ্গে দেরি না করে চিকিৎসকদের নিজ নিজ হাসপাতালে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতের ২৩টি রাজ্যের ১ হাজার ৮৯২ জনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে ৫৬৮ জন ওমিক্রন রোগীর সন্ধান মিলেছে। এর পরেই ৩৮২ জন ওমিক্রন রোগী শনাক্ত হয় রাজধানী দিল্লিতে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য থেকে জানা যায়, দেশটিতে ২৪ ঘণ্টায় ১২৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮২ হাজার ১৭ জনে। আর শনাক্ত মোট রোগীর সংখ্যা ৩ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ।
বিজনেস আওয়ার/০৪ জানুয়ারি, ২০২২/কমা