বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (০৫ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে দেশের ৪৮ জেলার ৯৫টি উপজেলার ৭০৮টি ইউপিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ৪০টিতে ইভিএমে (ইলেকট্রিক ভোটিং মেশিন) ভোট নেওয়া হচ্ছে। এই ধাপের নির্বাচনে মোট ১৯৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৩৩ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ১১২ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ হাজার ৪৫৭ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৭ হাজার ৯৫০ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন প্রার্থী হয়েছেন।
দলীয়ভাবে বিএনপি ইউপি নির্বাচনে অংশ না নেওয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সবশেষ গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে ৫১ শতাংশ ইউপিতে নৌকার প্রার্থীরা জয়ী হন। বাকি ৪৯ শতাংশ ইউপিতে দলের বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্রভাবে অংশ নেওয়া বিএনপি নেতারা ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন।
বিজনেস আওয়ার/০৫ জানুয়ারি, ২০২২/কমা