ঢাকা , বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লঞ্চ তদারকিতে পাঁচ কমিটি

  • পোস্ট হয়েছে : ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • 23

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য সব যাত্রীবাহী লঞ্চ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করার জন্য পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই কমিটি গঠন করে।

সংস্থাটির পরিচালক ও প্রধান প্রকৌশলীদের নেতৃত্বে এসব কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, “কমিটিগুলোকে লঞ্চ পরিদর্শন করে ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করা ও এসব ত্রুটি নিরসনে সুপারিশ করতে বলা হয়েছে।”

পর্যায়ক্রমে কমিটিগুলো প্রতি সপ্তাহে দুই দিন ঢাকার সদরঘাট সরেজমিন পরিদর্শন করবে। পরিদর্শনের সময়ে একজন করে ম্যাজিস্ট্রেটও কমিটির সঙ্গে থাকবে।

পাঁচ কমিটির প্রধানরা হলেন- বিআইডব্লিউটিএ’র পরিচালক কাজী ওয়াকিল নওয়াজ, পরিচালক মো. শাহজাহান, প্রধান প্রকৌশলী মো. মহিদুল ইসলাম, পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রকৌশলী মো. আতাহার আলী সরদার।

কমিটিগুলো “সকাল ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চের সাধারণ ও কারিগরি দিক পর্যবেক্ষণ করবে। “যাত্রী সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ত্রুটি পেলে ওই লঞ্চের যাত্রা বাতিল করবে।” এছাড়া অনিয়ম ও গাফিলতি পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায়ীদের সাজা দেবে বলে জানান তিনি।

বিজনেস আওয়ার/০৫ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লঞ্চ তদারকিতে পাঁচ কমিটি

পোস্ট হয়েছে : ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য সব যাত্রীবাহী লঞ্চ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করার জন্য পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই কমিটি গঠন করে।

সংস্থাটির পরিচালক ও প্রধান প্রকৌশলীদের নেতৃত্বে এসব কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, “কমিটিগুলোকে লঞ্চ পরিদর্শন করে ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করা ও এসব ত্রুটি নিরসনে সুপারিশ করতে বলা হয়েছে।”

পর্যায়ক্রমে কমিটিগুলো প্রতি সপ্তাহে দুই দিন ঢাকার সদরঘাট সরেজমিন পরিদর্শন করবে। পরিদর্শনের সময়ে একজন করে ম্যাজিস্ট্রেটও কমিটির সঙ্গে থাকবে।

পাঁচ কমিটির প্রধানরা হলেন- বিআইডব্লিউটিএ’র পরিচালক কাজী ওয়াকিল নওয়াজ, পরিচালক মো. শাহজাহান, প্রধান প্রকৌশলী মো. মহিদুল ইসলাম, পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রকৌশলী মো. আতাহার আলী সরদার।

কমিটিগুলো “সকাল ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চের সাধারণ ও কারিগরি দিক পর্যবেক্ষণ করবে। “যাত্রী সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ত্রুটি পেলে ওই লঞ্চের যাত্রা বাতিল করবে।” এছাড়া অনিয়ম ও গাফিলতি পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায়ীদের সাজা দেবে বলে জানান তিনি।

বিজনেস আওয়ার/০৫ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: