বিজনেস আওয়ার প্রতিবেদক : দুই ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
ফেসবুকে পলক লেখেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে। আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন। মহান আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।’
উল্লেখ্য, গত ১ জানুয়ারি কানাডা ও যুক্তরাষ্ট্র সফর করে দেশে আসেন জুনাইদ আহমেদ পলক।
বিজনেস আওয়ার/০৫ জানুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: