ঢাকা , বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চম ধাপের নির্বাচনে সহিংসতায় ১০ জন নিহত

  • পোস্ট হয়েছে : ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • 36

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বুধবার (০৫ জানুয়ারি) পঞ্চম ধাপে ৭০৮টি ইউপিতে ভোটগ্রহণের মাধ্যমে এই নির্বাচন শেষ হয়েছে। অন্য ধাপগুলোর মতোই পঞ্চম ধাপেও সহিংসতা আর সংঘর্ষ ছিল বিভিন্ন এলাকায়। এবার পঞ্চম ধাপের নির্বাচনে সহিংসতা আর সংঘর্ষে ১০ জন প্রাণ হারিয়েছে।

এর মাধ্য ভোটের দিন বগুড়ায় পাঁচজন, চাঁদপুরে দুজন, গাইবান্ধা, চট্টগ্রাম ও মানিকগঞ্জে একজন করে মারা গেছেন। এ ছাড়া এ দিনই ঝিনাইদহে মারা গেছেন একজন। যিনি কয়েক দিন আগে নির্বাচনী সহিংসতায় আহত হয়েছিলেন। এছাড়া সহিংতায় আহত হয়েছে অন্তত অর্ধশত।

বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলায় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংর্ঘষে গুলিতে নারীসহ ৫ জন নিহত হয়েছে। ৫ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। বগুড়া গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও নৌকার প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকরা গণনায় বাধা দেন। এক পর্যায়ে তারা কেন্দ্রে হামলা চালান। পুলিশ, বিজিবির চারটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চারজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গুলি ছোড়ে।

চাঁদপুর : জেলার হাইমচর ও কচুয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের হাতিরবন্ধ গ্রামের শহীদ উল্লাহর ছেলে শরীফ হোসেন। আরেকজনের পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় ছলেমন খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম : আনোয়ারা উপজেলায় চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর কর্মীদের সংঘাতের মধ্যে অংকুর দত্ত (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ইউনিয়নের সিংহরা দত্ত বাড়ি এলাকার নেপাল দত্তের ছেলে।

গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটার জুম্মাবাড়ি ইউনিয়নের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের পাশে বিকেলে আবু তাহের (৪০) নামের একজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি এ ইউনিয়নের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে ও সদস্য প্রার্থী আইজল মিয়ার সমর্থক। হত্যাকাণ্ডের আগে আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাসেল আহমেদের (পাখা) কর্মী-সমর্থকদের কথা-কাটাকাটি হয়।

বিজনেস আওয়ার/০৬ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পঞ্চম ধাপের নির্বাচনে সহিংসতায় ১০ জন নিহত

পোস্ট হয়েছে : ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বুধবার (০৫ জানুয়ারি) পঞ্চম ধাপে ৭০৮টি ইউপিতে ভোটগ্রহণের মাধ্যমে এই নির্বাচন শেষ হয়েছে। অন্য ধাপগুলোর মতোই পঞ্চম ধাপেও সহিংসতা আর সংঘর্ষ ছিল বিভিন্ন এলাকায়। এবার পঞ্চম ধাপের নির্বাচনে সহিংসতা আর সংঘর্ষে ১০ জন প্রাণ হারিয়েছে।

এর মাধ্য ভোটের দিন বগুড়ায় পাঁচজন, চাঁদপুরে দুজন, গাইবান্ধা, চট্টগ্রাম ও মানিকগঞ্জে একজন করে মারা গেছেন। এ ছাড়া এ দিনই ঝিনাইদহে মারা গেছেন একজন। যিনি কয়েক দিন আগে নির্বাচনী সহিংসতায় আহত হয়েছিলেন। এছাড়া সহিংতায় আহত হয়েছে অন্তত অর্ধশত।

বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলায় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংর্ঘষে গুলিতে নারীসহ ৫ জন নিহত হয়েছে। ৫ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। বগুড়া গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও নৌকার প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকরা গণনায় বাধা দেন। এক পর্যায়ে তারা কেন্দ্রে হামলা চালান। পুলিশ, বিজিবির চারটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চারজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গুলি ছোড়ে।

চাঁদপুর : জেলার হাইমচর ও কচুয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের হাতিরবন্ধ গ্রামের শহীদ উল্লাহর ছেলে শরীফ হোসেন। আরেকজনের পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় ছলেমন খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম : আনোয়ারা উপজেলায় চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর কর্মীদের সংঘাতের মধ্যে অংকুর দত্ত (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ইউনিয়নের সিংহরা দত্ত বাড়ি এলাকার নেপাল দত্তের ছেলে।

গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটার জুম্মাবাড়ি ইউনিয়নের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের পাশে বিকেলে আবু তাহের (৪০) নামের একজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি এ ইউনিয়নের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে ও সদস্য প্রার্থী আইজল মিয়ার সমর্থক। হত্যাকাণ্ডের আগে আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাসেল আহমেদের (পাখা) কর্মী-সমর্থকদের কথা-কাটাকাটি হয়।

বিজনেস আওয়ার/০৬ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: