ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তৈমূর শামীম ওসমানের প্রার্থী: আইভী

  • পোস্ট হয়েছে : ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

সিটির ২৪ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় শনিবার নির্বাচনি প্রচারে নেমে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।

দলীয় সিদ্ধান্তের বাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে তৈমূর আলম খন্দকারকে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

এমন বাস্তবতায় আইভীর অভিযোগ, ‘উনি (তৈমূর আলম) অন্য কারও প্রার্থী নন। উনি বিএনপিরও প্রার্থী না; স্বতন্ত্র প্রার্থীও নন।

‘গতকাল বন্দরে প্রচারণা করেছেন তৈমূর আলম। ওই প্রচারণায় সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তৈমূর আলমের সাথে ছিল। এতেই প্রমাণিত হয় সারা নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল তৈমূর আলম গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট (প্রার্থী)।’

তৈমূরকে শামীম-সেলিমের প্রার্থী দাবি করে আইভী আরও বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্ব পরিষ্কার হয়েছে কি না জানি না, কিন্তু তৃণমূল নেতা-কর্মীরা সকলেই আমার সাথে আছে। ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা আমার সাথে আছে এবং তারা আমার জন্য কাজও করছে। একমাত্র সে (শামীম ওসমান) বাহিরে গিয়ে তার লোকজনদের প্রোভাইড করছে।’

বিজনেস আওয়ার/৮ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তৈমূর শামীম ওসমানের প্রার্থী: আইভী

পোস্ট হয়েছে : ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

সিটির ২৪ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় শনিবার নির্বাচনি প্রচারে নেমে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।

দলীয় সিদ্ধান্তের বাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে তৈমূর আলম খন্দকারকে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

এমন বাস্তবতায় আইভীর অভিযোগ, ‘উনি (তৈমূর আলম) অন্য কারও প্রার্থী নন। উনি বিএনপিরও প্রার্থী না; স্বতন্ত্র প্রার্থীও নন।

‘গতকাল বন্দরে প্রচারণা করেছেন তৈমূর আলম। ওই প্রচারণায় সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তৈমূর আলমের সাথে ছিল। এতেই প্রমাণিত হয় সারা নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল তৈমূর আলম গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট (প্রার্থী)।’

তৈমূরকে শামীম-সেলিমের প্রার্থী দাবি করে আইভী আরও বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্ব পরিষ্কার হয়েছে কি না জানি না, কিন্তু তৃণমূল নেতা-কর্মীরা সকলেই আমার সাথে আছে। ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা আমার সাথে আছে এবং তারা আমার জন্য কাজও করছে। একমাত্র সে (শামীম ওসমান) বাহিরে গিয়ে তার লোকজনদের প্রোভাইড করছে।’

বিজনেস আওয়ার/৮ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: