বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ কোম্পানিটির বাণিজ্যিক উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ জানা গেছে।
জানা গেছে, পরীক্ষামূলক উৎপাদন সফল হওয়ায় ৯ জানুয়ারি থেকে কোম্পানিটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।
এর আগে লকডাউনের কারণে ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত কোম্পানিটির অফিস বন্ধ ছিল। এতে করে লাইসেন্স নবায়ন করতে পারেনি কোম্পানিটি। এছাড়া ব্যাংক ও এনবিএফআইয়ের দায় রিসিউল ও শেয়ার হস্তান্তর কার্যক্রম বিলম্ব হয়েছে। এতে করে ১ সেপ্টেম্বর উৎপাদনের ঘোষণা দিয়েও সম্ভব হয়নি। অবশেষে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম সফল হলে আজ থেকে কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে।
এমারেল্ড অয়েল ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন একশত কোটি টাকার আর পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০.৭০ টাকায়।
বিজনেস আওয়ার/০৯ জানুয়ারি, ২০২২/পিএস