ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জায়েদকে প্রযোজক সমিতির কারণ দর্শানোর নোটিশ!

  • পোস্ট হয়েছে : ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • 51

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক জায়েদ খান প্রযোজক সমিতির একজন সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতেও। তিনি জেড.কে মুভিজের ব্যানারে ‘অন্তরজ্বালা’ নামের একটি ছবি প্রযোজনা করেছেন। এবার জায়েদ খানের বিরুদ্ধে ‘সংগঠনের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।

বিষয়টি একাধিকবার সামনে আসায় চলচ্চিত্রের এই শীর্ষ সংগঠনটি আগামী ৭ কার্য দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে সোমবার জায়েদের প্রযোজনা প্রতিষ্ঠান জেড.কে মুভিজের কার্যালয়ের ঠিকানায় এ নোটিশ পাঠিয়েছে। আশানুরূপ বক্তব্য না পেলে, অভিযোগ প্রমাণিত হিসেবে ধরা হবে। এর ফলে সংগঠন বিরোধী অপরাধে জায়েদ খানকে খোয়াতে হতে পারে সদস্য পদও।

জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর তথ্য নিশ্চিত করে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, সংগঠনের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ এসেছে। তাই গত ৭ মার্চ কার্যনির্বাহী পরিষদের সপ্তম সভায় তাকে কারণ দর্শানো নোটিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি বলেন, ‌চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা আনতে ও নির্মাণ ব্যয় কমাতে একটি নীতিমালা প্রণয়ন করে সমিতি। এটি বাস্তবায়ন হলে চলচ্চিত্র নির্মাণে ন্যূনতম ১৫ লাখ টাকা কমে যাবে। কিন্তু এই কাজে অসহযোগিতা করতে জায়েদ বিভিন্ন শিল্পী ও প্রযোজককে উৎসাহিত করছে। এমন কী মুঠোফোনে এসএমএস পাঠিয়ে তিনি এটা করছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে মোহাম্মদ হান্নানের ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেক হয় জায়েদের। জায়েদ খানের প্রযোজনায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘অন্তরজ্বালা’ মুক্তি পায় ২০১৭ সালের ১৫ ডিসেম্বর। এতে চিত্রনায়িকা পরীমনির বিপরীতে অভিনয়ও করেন জায়েদ। এরপর ‘টেনশন’ নামের আরেকটি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিলেও সেটির কোনো অগ্রগতি নেই।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জায়েদকে প্রযোজক সমিতির কারণ দর্শানোর নোটিশ!

পোস্ট হয়েছে : ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক জায়েদ খান প্রযোজক সমিতির একজন সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতেও। তিনি জেড.কে মুভিজের ব্যানারে ‘অন্তরজ্বালা’ নামের একটি ছবি প্রযোজনা করেছেন। এবার জায়েদ খানের বিরুদ্ধে ‘সংগঠনের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।

বিষয়টি একাধিকবার সামনে আসায় চলচ্চিত্রের এই শীর্ষ সংগঠনটি আগামী ৭ কার্য দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে সোমবার জায়েদের প্রযোজনা প্রতিষ্ঠান জেড.কে মুভিজের কার্যালয়ের ঠিকানায় এ নোটিশ পাঠিয়েছে। আশানুরূপ বক্তব্য না পেলে, অভিযোগ প্রমাণিত হিসেবে ধরা হবে। এর ফলে সংগঠন বিরোধী অপরাধে জায়েদ খানকে খোয়াতে হতে পারে সদস্য পদও।

জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর তথ্য নিশ্চিত করে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, সংগঠনের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ এসেছে। তাই গত ৭ মার্চ কার্যনির্বাহী পরিষদের সপ্তম সভায় তাকে কারণ দর্শানো নোটিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি বলেন, ‌চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা আনতে ও নির্মাণ ব্যয় কমাতে একটি নীতিমালা প্রণয়ন করে সমিতি। এটি বাস্তবায়ন হলে চলচ্চিত্র নির্মাণে ন্যূনতম ১৫ লাখ টাকা কমে যাবে। কিন্তু এই কাজে অসহযোগিতা করতে জায়েদ বিভিন্ন শিল্পী ও প্রযোজককে উৎসাহিত করছে। এমন কী মুঠোফোনে এসএমএস পাঠিয়ে তিনি এটা করছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে মোহাম্মদ হান্নানের ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেক হয় জায়েদের। জায়েদ খানের প্রযোজনায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘অন্তরজ্বালা’ মুক্তি পায় ২০১৭ সালের ১৫ ডিসেম্বর। এতে চিত্রনায়িকা পরীমনির বিপরীতে অভিনয়ও করেন জায়েদ। এরপর ‘টেনশন’ নামের আরেকটি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিলেও সেটির কোনো অগ্রগতি নেই।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: