বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার (০৯ জানুয়ারি) ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার ২২৫টি শেয়ার ৭৯ বার হাত বদলের মাধ্যমে ১০৭ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫২কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে ফারইস্ট ইসলামী লাইফের। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ কোটি ৮৯ লাখ ২৮ হাজার টাকার লাফার্জহোলসিম সিমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুনের।
বিজনেস আওয়ার/০৯ জানুয়ারি, ২০২২/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: