বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৬৫৬টি শেয়ার ১২৪ বার হাত বদল হয়েছে। এসব কোম্পানির ৩৯ কোটি ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির।
এছাড়া এবি ব্যাংকের ৮ লাখ ১৯ হাজার টাকার, এসিআইয়ের ১ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকার, আলিফ ম্যানুফেকচারিংয়ের ৭ লাখ ৬৫ হাজার টাকার, আমান ফিডের ৩০ লাখ ৮৩ হাজার টাকার, আর্গন ডেনিমসের ৬৩ লাখ ৫৮ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৫ লাখ ২০ হাজার টাকার, বার্জার পেইন্টসের ৫ লাখ ১ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১০ লাখ ৮০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১৫ লাখ ২০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২ কোটি ২০ লাখ ২১ হাজার টাকার, ডেসকোর ১০ লাখ ৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৮ লাখ ৮৭ হাজার টাকার, এনভয় টেক্সটাইলের ৯ লাখ ৭০ হাজার টাকার, ফার কেমিক্যালের ৯ লাখ ৯০ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৪ লাখ ৪৪ হাজার টাকার, ফরচুনের ১০ লাখ ৮৪ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৭ লাখ ১০ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১৯ লাখ ৯৬ হাজার টাকার, হাক্কানি পাল্পের ১৩ লাখ ৪৬ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৬ লাখ ১৬ হাজার টাকার, আইসিবির ১৭ লাখ ৭৯ হাজার টাকার, আইএফআইসির ৬১ লাখ ৮৩ হাজার টাকার, আইএলএফএসএলের ১০ লাখ ৫০ হাজার টাকার, আইপিডিসির ৪১ লাখ ৭৭ হাজার টাকার, যমুনা অয়েলের ১ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৪০ লাখ ৬৩ হাজার টাকার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৩ লাখ ৯২ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৫ লাখ ৪ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১৪ লাখ ৭১ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ২৮ লাখ ৫১ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৩ লাখ ২০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৪৯ লাখ ৭০ হাজার টাকার, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪১ লাখ ৯৯ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৩৩ লাখ ৯৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার, আরএকে সিরামিকের ৫ লাখ ১ হাজার টাকার, রূপালী ব্যাংকের ৮ লাখ ৮৯ হাজার টাকার, সায়হাম কটনের ৫ লাখ ৪ হাজার টাকার, সমতা লেদারের ৫ লাখ ৩৪ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৭২ লাখ ৯৩ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬১ লাখ ৩৭ হাজার টাকার, তিতাস গ্যাসের ১ কোটি ৭৭ লাখ ১১ হাজার টাকার, ইউনিক হোটেলের ১১ লাখ ৭৩ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১০ লাখ ১৮ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১ কোটি ১ লাখ ৬২ হাজার টাকার এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪৩ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২০/এস