বিজনেস আওয়ার প্রতিবেদক : ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাব দিতে নেমে মুমিনুলরা রীতিমতো বিপদেই পড়েছেন। ফের টপ অর্ডারের ব্যর্থতার পরিচিত চক্রে ঢুকে পড়ল টাইগাররা।
দ্বিতীয় সেশনে মাত্র এক ঘণ্টায় আউট হয়েছেন প্রথম ৪ ব্যাটার। রান হয় মাত্র ২৭! তবে ১১ রান করতেই ৪ উইকেট পড়ে যায় বাংলাদেশের।
টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের তোপে মুখ খুবড়ে পড়েছে একের পর এক উইকেট। রানের খাতা খুলতেই পারেননি মাহমুদুল হাসান জয়ের ইনজুরিতে সুযোগ পাওয়া নাঈম ইসলাম। অভিষেক টেস্ট ডাক দিয়ে শুরু হলো তার।
এভাবে ব্যাটিং বিপর্যয় থেকে দলকে টেনে তুলতে পারেননি প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাট করা অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাস।
ডাক মেরেছেন বাংলাদেশ অধিনায়কও। ৮ বল খেলে সাউদির বলে বোল্ড হয়ে ফেরেন শূন্য হাতে। এরপর ৮ রান করা লিটনকে ফেরান বোল্ট।
বিপর্যয়কে কোনো মতে ঠেকিয়ে রাখতে এ মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছেন মিডলঅর্ডার ব্যাটর ইয়াসির আলি ও উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
এ রিপোর্ট লেখার বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৮৭ রান।
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২২/কমা