বিজনেস আওয়ার প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকালে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার তিন লাশের মধ্যে রয়েছে- তানিম, আব্দুলাহ ও সামসুদ্দিন। এখনও তাসফিয়া নামে একজন নিখোঁজ রয়েছেন।
ফতুল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল থেকে ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ বাহিনী, বিআইডাব্লিউটিএ এর উদ্ধারকারী ছয়টি ইউনিট। সকালে ধলেশ্বরী নদীতে ওই তিন জনের লাশ ভেসে ওঠে।’
এর আগে ৯ জানুয়ারি সকালে চার জনের ও বিকেলে দুজনের লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ৫ জানুয়ারি সকাল ৯টায় ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম বি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এতে অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন ১০ জন।
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২২/কমা