বিজনেস আওয়ার প্রতিবেদক : আরো একটি মামলায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির চার বছরের কারাদণ্ড হয়েছে। এবার অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগের মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার (১০ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রয়টার্স জানায়, আমদানি-রপ্তানি আইন লঙ্ঘন করে হ্যান্ডহেল্ড রেডিও কাছে রাখার দায়ে তিন বছর এবং সিগন্যাল জ্যামারের সেট রাখার দায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
এর আগে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়া ও করোনার মধ্যে স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগে করা মামলায় দুই বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: