1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
রেজিস্ট্রেশন বা আইডি কার্ড দিয়ে টিকা দেয়া যাবে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

রেজিস্ট্রেশন বা আইডি কার্ড দিয়ে টিকা দেয়া যাবে

  • পোস্ট হয়েছে : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভর্তি ফরম, রেজিস্ট্রেশন বা আইডি কার্ড দিয়ে শিক্ষার্থী প্রমাণ হলেই টিকা দেওয়া হবে। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে করোনার টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারো আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেওয়া হবে। ১২ বছরের বেশি বয়সী যেকোনো শিক্ষার্থী টিকা কেন্দ্রে গেলে টিকা পাবে।’

মন্ত্রী বলেন, ‘আপাতত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করছি না। এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ সম্পন্ন করার বিষয়ে আগামীকাল (১১ জানুয়ারি) আবার বৈঠক করবো। এছাড়া, সার্বিক পরিস্থিতি নিয়ে পরামর্শক কমিটির সঙ্গে আগামী সপ্তাহে আবারও বৈঠক করবো। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে পাঠদান চলছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে।’

বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ