বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের কারণে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র যানজটের। এতে করে ভোগান্তিতে পড়েছে কর্মজীবি মানুষেরা। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে যানজটের কারণে।
বঙ্গবন্ধু ম্যারাথনকে কেন্দ্র করে পুরো হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকায় এর আশপাশের সড়কগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। মালিবাগ রেলক্রসিং থেকে গুলশান লিংক রোড পর্যন্ত একদিকের সড়ক বন্ধ থাকায় সেখানে যানজট সবচেয়ে বেশি। রামপুরা ইউলুপ ও এর নিচে কোনো গাড়ি নড়াচড়া করতে পারছে না। মূলত রামপুরা, মহাখালী, বাড্ডা লিংক রোড, মালিবাগ রেলক্রসিং, তেজগাঁও শিল্পাঞ্চল ও মগবাজার এলাকায় যানজট বেশি দেখা গেছে।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সুবীর রঞ্জন দাস বলেন, হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকায় রামপুরা থেকে উত্তরা সড়কে যানজট রয়েছে।
অন্যদিকে বন্ধ রয়েছে হাতিঝিলের ওয়াটার ট্যাক্সিও। জানা গেছে সোমবার ভোর থেকে হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ থাকলেও দুপুরে ফের চালু হবে বলে।
বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২২/এএইচ