ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইনিংস পরাজয়ের পথে বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • 7

বিজনেস আওয়ার প্রতিবেদক : নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ী হলেও দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের মুখে পড়েছে বাংলাদেশ। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ অলআউট ১২৬ রানে।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে মাত্র ২৭ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। শুরু থেকেই দারুণ আস্থায় খেলতে থাকা সাদমান ৪৮ বলে ২১ রান করে আউট হন লেগ স্টাম্পের বাইরের বলে কিউই কিপার টম ব্লান্ডেলের দুর্দান্ত ক্যাচে।

সাদমান সাজঘরে ফিরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈম মিলে দ্বিতীয় উইকেট জুটিতে করেন ৪৪ রান। দলীয় ৭১ রানে ফিরে যান শান্ত। নিল ওয়্যাগনারের শর্ট বলের স্রোতে রোমাঞ্চকর লড়াইয়ে নামা শান্ত সেই রোমাঞ্চের বলি হয়েই ফেরেন ৫ চার ও ১ ছক্কায় ২৯ রান করে।

এরপর উইকেটে আসেন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাঈম-মুমিনুল হক করেন ৩৪ রান। দলীয় ১০৫ রানের মাথায় নাঈম ফিরে যান ব্যক্তিগত ২৪ রান করে।

বাংলাদেশের চতুর্থ উইকেট জুটি মাত্র ১৮ রানেই ভেঙে যান। ব্যক্তিগত ৩৭ রান করে ফিরে যান মুমিনুল হক।

এরপর উইকেটে আসেন ইয়াসির আলী। তিনিও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।ব্যক্তিগত মাত্র ২ রান করে বিদায় নেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৮ ওভারে ৫ উইকেটে ১৫২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে আরও ২৪৩ রান করতে হবে মুমিনুল হকদের। ক্রিজে রয়েছেন লিটন দাস (৬) ও নুরুল হাসান (০) ।

বিজনেস আওয়ার/১১ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইনিংস পরাজয়ের পথে বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ী হলেও দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের মুখে পড়েছে বাংলাদেশ। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ অলআউট ১২৬ রানে।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে মাত্র ২৭ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। শুরু থেকেই দারুণ আস্থায় খেলতে থাকা সাদমান ৪৮ বলে ২১ রান করে আউট হন লেগ স্টাম্পের বাইরের বলে কিউই কিপার টম ব্লান্ডেলের দুর্দান্ত ক্যাচে।

সাদমান সাজঘরে ফিরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈম মিলে দ্বিতীয় উইকেট জুটিতে করেন ৪৪ রান। দলীয় ৭১ রানে ফিরে যান শান্ত। নিল ওয়্যাগনারের শর্ট বলের স্রোতে রোমাঞ্চকর লড়াইয়ে নামা শান্ত সেই রোমাঞ্চের বলি হয়েই ফেরেন ৫ চার ও ১ ছক্কায় ২৯ রান করে।

এরপর উইকেটে আসেন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাঈম-মুমিনুল হক করেন ৩৪ রান। দলীয় ১০৫ রানের মাথায় নাঈম ফিরে যান ব্যক্তিগত ২৪ রান করে।

বাংলাদেশের চতুর্থ উইকেট জুটি মাত্র ১৮ রানেই ভেঙে যান। ব্যক্তিগত ৩৭ রান করে ফিরে যান মুমিনুল হক।

এরপর উইকেটে আসেন ইয়াসির আলী। তিনিও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।ব্যক্তিগত মাত্র ২ রান করে বিদায় নেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৮ ওভারে ৫ উইকেটে ১৫২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে আরও ২৪৩ রান করতে হবে মুমিনুল হকদের। ক্রিজে রয়েছেন লিটন দাস (৬) ও নুরুল হাসান (০) ।

বিজনেস আওয়ার/১১ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: