ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আবারো ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

  • পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • 97

বিজনেস আওয়ার প্রতিবেদক : কোরিয়া উপদ্বীপকে অস্থিতিশীল করে তোলে এমন ‘কর্মকাণ্ড’ বন্ধের জন্য পিয়ংইয়ংয়ের প্রতি যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশ আহ্বান জানানোর অল্প সময়ের মধ্যেই আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়া ও জাপান সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

এর আগে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এ দেশটি গত সপ্তাহে বিশ্ববাসীর কাছে নিজেদের ক্ষমতার জানান দিতে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

দক্ষিণ কোরিয়া জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। জাপানের কোস্টগার্ড জানায়, পিয়ংইয়ং ‘ব্যালিস্টিক জাতীয়’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানায়, ‘যে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়ে যেটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি পূর্ব উপকূলের সাগরের দিকে ছোড়া হয়েছে। এখন যুক্তরাষ্ট্র ও আমাদের সামরিক বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রটির ধরন ও এর সঙ্গে সংশ্লিষ্ঠ অন্য বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।’ সূত্র: বিবিসি।

বিজনেস আওয়ার/১১ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আবারো ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : কোরিয়া উপদ্বীপকে অস্থিতিশীল করে তোলে এমন ‘কর্মকাণ্ড’ বন্ধের জন্য পিয়ংইয়ংয়ের প্রতি যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশ আহ্বান জানানোর অল্প সময়ের মধ্যেই আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়া ও জাপান সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

এর আগে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এ দেশটি গত সপ্তাহে বিশ্ববাসীর কাছে নিজেদের ক্ষমতার জানান দিতে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

দক্ষিণ কোরিয়া জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। জাপানের কোস্টগার্ড জানায়, পিয়ংইয়ং ‘ব্যালিস্টিক জাতীয়’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানায়, ‘যে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়ে যেটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি পূর্ব উপকূলের সাগরের দিকে ছোড়া হয়েছে। এখন যুক্তরাষ্ট্র ও আমাদের সামরিক বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রটির ধরন ও এর সঙ্গে সংশ্লিষ্ঠ অন্য বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।’ সূত্র: বিবিসি।

বিজনেস আওয়ার/১১ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: