বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনায় সংক্রমণ বৃদ্ধির কারণে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের পরিবর্তে ‘যত সিট তত যাত্রী’ পদ্ধতিতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এ দাবি জানান।
মোজাম্মেল হক চৌধুরী বলেন,‘করোনার সংকটে পৃথিবীর দেশে দেশে গণপরিবহনে যাত্রী কমেছে। অর্ধেক আসনে যাত্রীবহন করে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন প্রদেশসহ, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে গণপরিবহনে ভাড়া বাড়ানো হয়নি। ২০২১ সালে দেশের গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের নির্দেশনায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হলেও রাজধানীর বাসে কোথাও কোথাও ১০০ শতাংশ বর্ধিত ভাড়া আদায়ের নজির আছে। এমন সংকটে লেগুনা, টেম্পু, অটোরিকশা, রিকশায় ভাড়াও বহুগুণ বাড়তি আদায় করা হয়েছিলো। এতে সাধারণ মানুষ আরও বিপদে পড়ে।’
করোনা সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে যাত্রী, চালক-সহকারীর সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণে বাধ্য করা, যাত্রী ওঠা-নামাকালে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, যানবাহন চালুর আগে জীবাণুনাশক ব্যবহার করার দাবি জানায় সংগঠনটি।
বিজনেস আওয়ার/১১ জানুয়ারি, ২০২২/কমা