বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯টির বা ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস ইস্টার্ন কেবলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৫.৩০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪৮.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৩.৫০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন কেবলস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে তিতাস গ্যাসের ৯.৯৭ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৯.৯৬ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯৩ শতাংশ, আরএকে সিরামিকের ৯.৯৩ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৮৫ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৯.৭৪ শতাংশ, বিবিএস কেবলসের ৯.৫৮ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৯.৪৭ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/১১ জানুয়ারি, ২০২২/পিএস