1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
এমজেএল বিডি ১৬ কোটি টাকার বেশি অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

এমজেএল বিডি ১৬ কোটি টাকার বেশি অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে

  • পোস্ট হয়েছে : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ (এমজেএল বিডি) কর্তৃপক্ষ ২০২০-২১ অর্থবছরে ১৬ কোটি টাকার বেশি অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে। কোম্পানিটির আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এ তথ্য জানিয়েছেন।

নিরীক্ষক জানিয়েছেন, শ্রম আইন অনুযায়ি প্রতিবছরে করপূর্ববর্তী মুনাফার উপরে ৫ শতাংশ হারে ফান্ড গঠন করতে হয়। যা শ্রমিকদের মাঝে বিতরন করতে হবে। কিন্তু এমজেএল বিডি কর্তৃপক্ষ এই ধরনের ফান্ড গঠন করেনি। এমনকি সাবসিডিয়ারি কোম্পানিতেও এই ফান্ড গঠন করা হয়নি।

এর মাধ্যমে সমন্বিত হিসাবে ২০২০-২১ অর্থবছরে ১৬ কোটি ৪৪ লাখ টাকার বেশি মুনাফা দেখিয়েছে এমজেএল বিডি। যার পরিমাণ এককভাবে ১৩ কোটি ৪৯ লাখ টাকা।

এই অতিরঞ্জিত মুনাফার মাধ্যমে ওই অর্থবছরে সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি ০.৫২ টাকা মুনাফা বেশি দেখানো হয়েছে। যার পরিমাণ একক হিসাবে ০.৪৩ টাকা।

আরও পড়ুন…….
জেমিনি সী ফুড উৎপাদনে নাজুক, ঝুঁকিতে ব্যবসা
বিডি থাই ফুডের ৩.৩৯ কোটি টাকার জমিতে মাটি ভরাট ১২.৭৪ কোটির

উল্লেখ্য, ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এমজেএল বিডির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১৬ কোটি ৭৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২৮.৪৭ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (১১ জানুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৯৫.৯০ টাকায়।

বিজনেস আওয়ার/১২ জানুয়ারি, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ